অন্ডার ব্লক তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি পার্থ দেওয়াসী জানান, ''খুব শীঘ্রই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতে চলেছে, তাই নিজেদের এগিয়ে রাখতেই দেওয়াল লিখন শুরু। আপাতত দেওয়ালে দলের প্রতীক চিহ্ন এঁকে রাখা হচ্ছে।''
হরি ঘোষ, অন্ডাল : এখনও দিন ঘোষণা হয়নি পঞ্চায়েত ভোটের। তবে শুধু সময়ের অপেক্ষা। যে কোনও দিন ঘোষণা হতে পারে পঞ্চায়েত ভোটের দিন, এমনটাই আশা শাসক-বিরোধী সব রাজনৈতিক দলেরই। তবে নিজেদের এগিয়ে রাখতে ভোটের দিন ঘোষণার আগেই দেওয়াল লিখন শুরু করলো তৃণমূল কংগ্রেস। অন্ডালের মদনপুর পঞ্চায়েত এলাকায় দেওয়াল লিখন শুরু করলেন এলাকার তৃণমূল কর্মীরা। অন্ডার ব্লক তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি পার্থ দেওয়াসী জানান, ''খুব শীঘ্রই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতে চলেছে, তাই নিজেদের এগিয়ে রাখতেই দেওয়াল লিখন শুরু। আপাতত দেওয়ালে দলের প্রতীক চিহ্ন এঁকে রাখা হচ্ছে, ভোটের দিন ঘোষণার পর প্রার্থীর নাম ঘোষণা হলেই সেই দেওয়াল গুলিতে লেখা হবে প্রার্থীর নাম।'' নিজেদের এগিয়ে রাখতেই এলাকার তৃণমূলের কর্মী-সমর্থকরা আগেভাগেই দেওয়াল লিখন শুরু করলেন সোমবার থেকে। শুরু অন্ডাল এলাকায় তৃণমূলের দেওয়াল লিখন। পার্থ বাবু জানান যে গতবারের পঞ্চায়েতে মদনপুর পঞ্চায়েত এলাকায় বাইশটি আসন ছিল, এবারের তিনটি বেড়েছে, মদনপুর পঞ্চায়েতের ২৫টি আসন তৃণমূল দখল করবে বলে দাবি করেন পার্থ বাবু।