নিজস্ব সংবাদদাতাঃ বুধবার শুরু হল কর্ণাটকের ২২৪টি বিধানসভা আসনে নির্বাচন। এই নির্বাচনে ২,৬১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনের আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার কর্ণাটকের জনগণকে "রাজ্যে সুশাসন, উন্নয়ন এবং সমৃদ্ধির" পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। অমিত শাহ বলেন, 'আপনাদের একটি ভোটই একটি জনমুখী ও অগ্রগতিমুখী সরকার নিশ্চিত করতে পারে, যা রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।'