নিজস্ব সংবাদদাতা: সুদানে চলছে যুদ্ধ বিরতি । এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে , সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও পাঁচ দিনের জন্য বাড়ানো হবে । ইতিমধ্যেই , উভয় পক্ষ সংঘাতপূর্ণ এলাকা থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে চলাচলের অনুমতি দিয়েছে । তবে , বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে দুই বাহিনী । বর্তমানে এখন একটাই প্রশ্ন , লাগাতার যুদ্ধবিরতির জেরে সুদানে কি এবার ফিরবে শান্তি?