নিজস্ব সংবাদদাতাঃ গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ বলেই পরিচিত বিবেক অগ্নিহোত্রী, তবে এই ইস্যুতে সরকারের সঙ্গে নিজের চিন্তা-ভাবনা মেলাতে পারলেন না পরিচালক। সমলিঙ্গে বিয়ে সমাজে কতটা গ্রহণযোগ্য? এই বিয়ে স্বীকৃতি পাওয়ার যোগ্য কিনা তা নিয়ে মঙ্গলবার রায় দেবে সুপ্রিম কোর্ট। তার আগে বড়সড় মন্তব্য বিবেকের। সমলিঙ্গ বিয়ে আদালতের বিচার্য বিষয়ই নয়, এ কথা বলে সোমবারই সুপ্রিম কোর্টে আরও একটি হলফনামা দায়ের করেছে কেন্দ্র। সেখানে মোদী সরকার জানিয়েছে ছেলেরর সঙ্গে ছেলের বিয়ে, কিংবা মেয়ের সঙ্গে মেয়ের বিয়ে, এইগুলো আদতে ‘শহুরে বুর্জোয়া ধারণা’। এই নিয়ে বিবেক অগ্নিহোত্রী টুইট করেন, ‘না, সমলিঙ্গ বিয়ে মোটেই শহুরে বুর্জোয়া ধারণা নয়। এটা মানুষের প্রয়োজনীয়তা। হয়ত কোনও সরকারি বুর্জোয়া এই হলফনামা তৈরি করেছেন, যিনি কখনও ছোট শহর বা গ্রামে যাননি। কিংবা মুম্বই লোকালে চড়েননি। প্রথমত, সমলিঙ্গ বিয়ে কোনও ধারণা নয়, এটা প্রয়োজনীয়তা। এটা অধিকার। উন্নয়নশীল এবং স্বাধীন চিন্তাভাবনা ও সভ্যতার দেশ ভারতে সমলিঙ্গ বিয়ে খুব নর্ম্যাল একটা ব্যাপার, এটা কোনও অপরাধ নয়’।