১১ পুলিশ কর্মী শহীদ! নকশালদের কাছে আগে থেকেই ছিল সব তথ্য

ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় বুধবার বিকেলে নকশাল হামলায় অন্তত ১০ জন ডিআরজি কর্মী নিহত হয়েছেন। শুধু তাই নয়, এই বিস্ফোরণে একজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। এদিকে এহেন ঘটনায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

author-image
SWETA MITRA
New Update
ied bastar.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার প্রকাশ্যে এল ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নকশাল হামলায় বিধ্বস্ত এলাকার ভিডিও। আজ বুধবার ছত্তিশগড়ের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) ১০ জন কর্মী এবং তাদের গাড়িতে থাকা গাড়ির চালক নকশাল হামলায় শহীদ হয়েছেন। দান্তেওয়াড়ার আরানপুর এলাকায় নকশালদের উপস্থিতির খবর পেয়ে জেলা রিজার্ভ গার্ডের (ডিআরজি) নিরাপত্তা কর্মীরা সেখানে গিয়েছিলেন। যদিও তাঁরা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি যে এই যাওয়া তাঁদের শেষ যাওয়া। সূত্রের খবর, নকশালদের কাছে আগে থেকেই ডিআরজি বাহিনী যে ওই এলাকায় যাবে সেই খবর ছিল। সূত্রের খবর, এই বিস্ফোরণটি ঘটানোর জন্য ৫০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।  দেখুন ভিডিও...