নিজস্ব সংবাদদাতা: ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাট এবারের অলিম্পিকে ফাইনালের দৌড় থেকে বাদ পড়েছিলেন। অতিরিক্ত ১০০ গ্রাম ওজনের জন্য খেলতে দেওয়া হয়নি তাকে। শুধু ভিনেশের নয় এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হৃদয় ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হয়েছিল কোটি-কোটি ক্রীড়া প্রেমী ভারতীয়র।
এই ঘটনার পরই খেলার জগৎ থেকে বিদায় নেন ভিনেশ ফোগাট। প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও তাকে কৃষক আন্দোলনের ময়দানে বারবার দেখা গিয়েছে। কৃষকদের সঙ্গে, কৃষকদের হয়ে একাধিকবার আওয়াজ তুলেছিলেন তিনি। অলিম্পিকের এই ঘটনাটি ঘটবার পর অনেকেই মনে করেছিলেন ভিনেশ বোধহয় বিজেপিতে যোগ দেবেন। সূত্রের খবর, তার কাছে নাকি এই ধরণের প্রস্তাবও এসেছিল। তবে এই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন।
সম্প্রতি ভিনেশের দেখা মিলেছে কৃষক আন্দোলনে। এবার জানা গেলো বড়ো খবর। ভারতীয় রেলের চাকরি থেকে পদত্যাগ করলেন তিনি। কংগ্রেসে যোগদান করার জন্যই এই সিদ্ধান্ত নিলেন তিনি।