কেন কোয়াড বৈঠকে যোগ দেবে না বাইডেন?

সিডনিতে কোয়াড বৈঠকে যোগ দেবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । এই ঘটনার জেরে ফের চিন্তায় পড়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ।

author-image
New Update
joe biden

নিজস্ব সংবাদদাতাঃ সিডনিতে কোয়াড বৈঠকে যোগদান করবে না মার্কিন যুক্তরাষ্ট্র । ওয়াশিংটনে ঋণসীমা নিয়ে আলোচনার কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অস্ট্রেলিয়া সফর স্থগিত  করেছে।  তাই  সিডনিতে কোয়াড বৈঠক বাতিল করেছে অস্ট্রেলিয়া।এই ঘটনার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ভারত ও জাপানের নেতারা এই সপ্তাহান্তে জাপানে জি-৭ সম্মেলনে মিলিত হবেন। তবে আচমকাই জো বাইডেনের এই সফর বাতিল করা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে উত্তেজনা।