নিজস্ব সংবাদদাতা: উত্তর প্রদেশে আসন্ন ঈদ (EID), অক্ষয় তৃতীয়া এবং পরশুরাম জয়ন্তীর সময় রাস্তা আটকে কোনও ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। রাজ্যের সমস্ত জেলা আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে ধর্মীয় অনুষ্ঠানগুলি বাড়ির ভিতরে অনুষ্ঠিত হয়। মুখ্য সচিব (স্বরাষ্ট্র) সঞ্জয় প্রসাদ এবং বিশেষ পুলিশের এসডিজিপি প্রশান্ত কুমার এডিজি, ইন্সপেক্টর জেনারেল (আইজি), ডেপুটি আইজি, জেলা পুলিশ প্রধান, বিভাগীয় কমিশনার এবং জেলা ম্যাজিস্ট্রেটের (ডিএম) মতো সমস্ত ফিল্ড অফিসারদের এই বিষয়ে নির্দেশ জারি করেছেন। সঞ্জয় প্রসাদ বলেছেন যে সমস্ত ফিল্ড অফিসারদের রাজ্যের আইনশৃঙ্খলা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, 'কোনো অবস্থাতেই সড়ক ও যান চলাচল বিঘ্নিত করে কোনো ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। অতীতে আমরা যথাযথ যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে এটি করতে সক্ষম হয়েছি। এ বছরও আমাদের একই ধরনের প্রচেষ্টা চালাতে হবে।'