নিজস্ব সংবাদদাতাঃ NEET পরীক্ষার ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “সুপ্রিম কোর্টের সুপারিশের ভিত্তিতে ১,৫৬৩ জন প্রার্থীকে পুনরায় পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। দুই জায়গায় কিছু অনিয়ম প্রকাশ্যে এসেছে।”
তিনি আরও বলেছেন, “আমি শিক্ষার্থী এবং অভিভাবকদের আশ্বস্ত করছি যে সরকার এটিকে গুরুত্ব সহকারে নিয়েছে। এনটিএ-র বড় আধিকারিকরা দোষী প্রমাণিত হলেও রেয়াত পাবেন না। এনটিএ-তে অনেক উন্নতি প্রয়োজন। এ নিয়ে সরকার উদ্বিগ্ন, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না, কঠোরতম শাস্তি তারা পাবে।”