নিজস্ব সংবাদদাতা: সুদানে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) তিন কর্মীকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে জাতিসংঘ। ইন্টিগ্রেটেড ট্রানজিশন অ্যাসিসটেন্স মিশনের (ইউএনটিএএমএস) প্রধান ভলকার পার্থেস রবিবার জানিয়েছেন, দায়িত্ব পালন করতে গিয়ে তিনজন প্রাণ হারিয়েছেন,যা খুবই দুঃখের। সুদানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত পার্থেস এক বিবৃতিতে জানিয়েছেন,'সুদানের অন্যান্য স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার পাশাপাশি দারফুরের বেশ কয়েকটি স্থানে হামলা হয়। যা খুবই মর্মান্তিক।'