নিজস্ব সংবাদদাতা: টানা ১বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া এবং ইউক্রেনের সংঘাত। এই অবস্থায় ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্মিহাল বৃহস্পতিবার বলেছেন, তিনি পোপ ফ্রান্সিসকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি জানান , ভ্যাটিকানে আলোচনার সময় কিয়েভের শান্তি ফর্মুলা নিয়ে আলোচনা হয়েছে পোপ ফ্রান্সিসের সঙ্গে। মস্কো এখনও পর্যন্ত পোপের এই সফর নিয়ে কোন মন্তব্য করেনি। উল্লেখ্য, বৃহস্পতিবার ফের ইউক্রেনের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলার জেরে ফের ইউক্রেনে বাড়ছে উত্তেজনা।