ন্যাটোতে কি স্থান পাবে ইউক্রেন?

রাশিয়া আক্রমণের পর ইউক্রেন সফরে গেছেন ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ। সফরে এসে ন্যাটোর প্রধান বলেন, ' ইউক্রেন খুব শীঘ্রই ন্যাটোতে স্থান পাবে। '

author-image
New Update
nato uke

নিজস্ব সংবাদদাতা: রাশিয়া আক্রমণের পর ইউক্রেন সফরে গেছেন ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ।  সফরে এসে ন্যাটোর প্রধান বলেন, ' ইউক্রেন খুব শীঘ্রই ন্যাটোতে স্থান পাবে।  এছাড়াও এখন পর্যন্ত ন্যাটো মিত্ররা হাজার হাজার ইউক্রেনীয় সৈন্যকে প্রশিক্ষণ দিচ্ছে।' ইতিমধ্যেই ন্যাটো ইউক্রেনকে ৬৫ বিলিয়ন ইউরো দিয়ে সাহায্য করেছে।