ফের ধসে পড়ল নির্মাণাধীন ভবন - মৃত্যু? বিস্তারিত জানুন!

উধমপুরের লাট্টি এলাকায় নির্মাণাধীন ভবন ধসে ১১ বছরের ছেলের মৃত্যু, গুরুতর আহত মেয়েকে হাসপাতালে ভর্তি।

author-image
Debapriya Sarkar
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা : উধমপুর জেলার লাট্টি এলাকার কুন্ডাল মোড়ায় নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে পড়ে ১১ বছর বয়সী এক ছেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও একটি মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে তড়িৎ চিকিৎসার জন্য উধমপুরের অ্যাসোসিয়েটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।

death

উধমপুরের ডেপুটি কমিশনার সালোনি রাই এ ঘটনার বিষয়ে জানিয়েছেন এবং বলছেন, আহতদের যথাসম্ভব চিকিৎসা প্রদান করা হচ্ছে। একই সাথে, ভবনের নিরাপত্তা এবং দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে। স্থানীয় প্রশাসন এবং পুলিশ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।