নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে কিয়েভের দিকে উড়ছে ক্ষেপণাস্ত্র। আবারও দেশে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ইউক্রেনে কিয়েভ অঞ্চলে আবার বিস্ফোরণ ঘটেছে।
কিয়েভ ছাড়াও খেরসন, জাইটোমির অঞ্চলে বিস্ফোরণ ঘটেছে। অন্য একটি ইউএভি উত্তর থেকে বোরিস্পিলের দিকে উড়ে যাচ্ছে।
![Adddd](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)