হাসপাতাল থেকে ছাড়া পেতে চলেছেন ট্যাংরা কাণ্ডে জড়িত দুই ভাই

দ্রুত হাসপাতাল থেকে ছাড়া পেতে চলেছেন ট্যাংরা কাণ্ডে (Tangra Case) জখম প্রসূন দে ও প্রণয় দে। তারপরই ঘটনা প্রসঙ্গে তাঁদের পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ করা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

author-image
Jaita Chowdhury
New Update
Hooghly Murder

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: দ্রুত হাসপাতাল থেকে ছাড়া পেতে চলেছেন ট্যাংরা কাণ্ডে (Tangra Case) জখম প্রসূন দে ও প্রণয় দে। তারপরই ঘটনা প্রসঙ্গে তাঁদের পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ করা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই চিকিৎসকদের পরামর্শ নিয়ে নিয়ে হাসপাতালেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে তাঁদের।

তদন্তকারীদের দাবি, দুই ভাইয়ের বয়ানে মিলেছে একাধিক অসংগতি। তাঁদের বিভ্রান্ত করার চেষ্টাও করে থাকতে পারে তাঁরা। হাসপাতালে চাপ দিয়ে দুই ভাইকে জিজ্ঞেসাবাদ করাও সম্ভব নয়। তাই ছাড়া পেলেই গ্রেফতার করে ম্যারাথন জিজ্ঞেসাবাদ শুরু করবে পুলিশ। আপাতত, সেদিকেই নজর তদন্তকারী অধিকারিকদের। 

শনিবার রাতে বেসরকারি হাসপাতাল থেকে জখম তিনজনের মধ্যে পরিবারের বড় ছেলে প্রণয় দে-কে এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আপাতত তিনজনের শরীরিক অবস্থা স্থিতিশীল। 

কীভাবে পরিবারের তিন মহিলা সদস্যের মৃত্যু? কেনইবা রাস্তায় গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে আত্মহত্যার চেষ্টা? উত্তরের অপেক্ষায় কলকাতাবাসী।