নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি মোচার ভয়াবহতা দেখেছে ওপারবাংলার মানুষ। এবার শোনা গেল জোড়া ঘূর্ণিঝড়ের কথা। একেই প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা। তার ওপর নেই বৃষ্টি। ঘূর্ণিঝড়ের হাত ধরে কি স্বস্তি ফিরবে বঙ্গে? উত্তর খুঁজছে রাজ্য়বাসী। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগর ও আরবসাগরে চলতি মাসেই বাসা বাধবে দুটি ঘূর্ণিঝড়। ৮-১০ জুনের মধ্য়ে ঘূর্ণিঝড়দ্বয় তৈরি হয়ে, বিপর্যয় নামে একটি মায়ানমার বাংলাদেশ উপকূলে অগ্রসর হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, আরব সাগরে তৈরি হয়ে মহারাষ্ট্র ও গুজরাত উপকূলের দিকে এগোতে পারে আরও একটি ঘূর্ণিঝড় , তেজ। তবে ল্যান্ডফল কোথায় হবে তা এখনও স্পষ্ট নয়।