দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পথবাতি কোথায় বসবে সেই নিয়ে তুমুল তরজা তৃণমূল ও বিজেপির।
তৃণমূলের দাবি, তাদের ঠিক করা জায়গায় বসুক পথবাতি। আবার বিজেপির দাবি, তাদের নির্দিষ্ট ঠিক করা জায়গাতেই বসবে বাতি। ঘাটাল ব্লকের মনসুকা এলাকায় বিধায়ক তাহবিলের টাকায় একটি হাইমাস্ট লাইট বসানো হবে মনসুকা এলাকায়। সেই নিয়ে উত্তেজনা তুঙ্গে। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের অভিযোগ, অবৈধ ভাবে তৃণমূলের নেতারা ভুল জায়গায় লাইটটি বসিয়ে দিচ্ছে।এই নিয়ে বিধায়কের কাছে অভিযোগ যেতেই মনসুকা এলাকার নির্দিষ্ট জায়গা ঠিক করতে ছুটে যান বিজেপি বিধায়ক।লাইট বসানোর নতুন স্থান ঠিক করেন বিজেপি বিধায়ক। মনসুকায় ঝুমি নদীর উপর নির্মীয়মাণ ব্রিজের সামনে জায়গা ঠিক করে দেওয়া হয় বিধায়কের তরফে। স্থানীয় তৃণমূল নেতা সজয় চৌধুরীর দাবি, এলাকার মানুষের স্বার্থে সঠিক জায়গা নির্ধারণ করা হয়েছে। তাই নিয়ম মেনে লাইট ওই আগের জায়গাতেই বসাতে হবে নাহলে আপত্তি জানানো হবে।পথবাতি লাইট নিয়ে দুইদলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।এখন দেখার পথবাতির শেষমেশ ভবিষ্যৎ কী হয়।