BREAKING: আজ যাদবপুরে বৈঠক! থাকবে সব ছাত্র ইউনিয়ন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আজ বৈঠকে বসতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র সংসদ। প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর পর এই প্রথম বৈঠকে বসতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
jadavpurdeath

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: যাদবপুরে আজ সমস্ত ছাত্র সংসদকে নিয়ে বৈঠকে বসতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৈঠকে থাকবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। তবে আজকের বৈঠকে থাকছেন না অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। ছাত্রের মৃত্যু নিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট পেশ নিয়ে হবে আলোচনা। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি পড়ুয়াদের। নিরাপত্তায় প্রাক্তন সেনাকর্মী নিয়োগেও আপত্তি পড়ুয়াদের একাংশের। সেটা নিয়েও আলোচনা হবে। বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক রিপোর্ট প্রকাশ্যে আনারও দাবি জানানো হবে। এছাড়াও দ্রুত হোস্টেল বরাদ্দ, প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের হোস্টেল স্থানান্তর করার প্রক্রিয়া দ্রুত চালু করার দাবিও উঠবে বৈঠকে।

rectify impact.jpg