BREAKING: 'করমণ্ডল যেন মৃত্যুমণ্ডল'! মোদী সরকারকে কটাক্ষ অভিষেকের

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর এবার ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি রয়েছেন নবজোয়ার যাত্রায়। সেখান থেকেই কেন্দ্র সরকারকে করলেন কটাক্ষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
3

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় মৃত্যুমিছিল। 'করমণ্ডল যেন মৃত্যুমণ্ডল', করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ভয়ানক ঘটনার পর রেলকে সরাসরি কাঠগড়ায় তুললেন তিনি। বললেন, 'এত মৃত্যুর দায় এড়াতে পারে না কেন্দ্রের সরকার। দুই দশকে এত বড় রেল দুর্ঘটনা দেখিনি। এর দায়-দায়িত্ব পুরোটাই জনতা পার্টির সরকারের'। রেলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক। 'ভোটের রাজনীতি করতে তড়িঘড়ি সব উদ্বোধন কেন? সুরক্ষায় নজর নেই কেন?' প্রশ্ন অভিষেকের। রেলমন্ত্রীর পদত্যাগের দাবি তুললেন অভিষেক। 'অ্যান্টি কলিশন ডিভাইস কাজ করল না কেন?' প্রশ্ন অভিষেকের।