নিজস্ব সংবাদদাতা: রায়নায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "চাকরি খেয়েছে মোদি বাবুর দল। চাকরি কেড়ে বড় বড় কথা বলছেন মোদি। সবাই চোর আর উনি সাধু বাবা। জীবনের শেষ পর্যন্ত আমি চাকরিহারাদের জন্য লড়বো।"