নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে সংগঠন মজবুত করতে কালীঘাটে (Kalighat) বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই বৈঠকেই মালদার(Malda) দায়িত্ব তিনি দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে (Siddiqullah Chowdhury)। আর সেই মালদায় কিনা তৃণমূল কংগ্রেসে (TMC) ধরল ভাঙন! রতুয়ায় কংগ্রেসে (Congress) যোগ দিলেন জেলা তৃণমূল নেতা প্রদীপ সাহা (Pradeep Saha)। তিনি রতুয়া (Ratua) ১ নং পঞ্চায়েত সমিতির সদস্য। যদিও তার দলবদলকে গুরুত্ব দিতে চাইছে না শাসক শিবির। তবে পঞ্চায়েত ভোটে এর কতটা প্রভাব পড়বে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।