BREAKING: অনুব্রত মণ্ডল...এবার পদত্যাগ!

একের পর এক পদত্যাগ করছেন বীরভূমের বাঘ বলে পরিচিত অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নেতা। এবার আবার একজন পদত্যাগ করলেন। তাতেই উঠছে বড় প্রশ্ন। রইল সেই আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: একের পর এক অনুব্রত ঘনিষ্ঠ নেতার পদত্যাগ। এবার ইস্তফা দিলেন খয়রাশোলের তৃণমূল ব্লক সভাপতি। কেষ্ট রাজ শেষ হয়ে বীরভূমে এখন কাজল রাজ, খোঁচা বিজেপির। দলীয় সংঘর্ষের জেরেই কার্যত ইস্তফা বলে স্বীকার করে নিলেন কাঞ্চন অধিকারী। এদিকে জেলা তৃণমূল নেতৃত্ব বলছে ব্লক সভাপতি পদে বদল স্বাভাবিক ঘটনা। তাহলে কি এবার বীরভূমে আক্ষরিক অর্থেই অনুব্রত জমানা শেষ হতে চলেছে?

rectify impact.jpg