নিজস্ব সংবাদদাতা: নেপালের(Nepal) পর্যটন বিভাগ জানিয়েছে, বুধবার মাউন্ট এভারেস্টে(Mount Everest) তিন শেরপা পর্বতারোহী নিখোঁজ। চিরি শেরপা, লাকপা তেন্ডি শেরপা এবং লাকপা রিতা শেরপা নামে তিনজন দড়ি ফিক্সিং সরঞ্জাম নিয়ে ক্যাম্প ১ থেকে দ্বিতীয় ক্যাম্পের দিকে যাচ্ছিলেন বলে জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক যুবরাজ খাতিওয়াদা। ইতিমধ্যেই এই তিন শেরপাকে খোঁজা শুরু করে দিয়েছে প্রশাসন।