নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি নকশাল হামলায় ছত্তিশগড়ে ১০ জন ডিআরজি আধিকারিক শহীদ হন হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আতঙ্ক ছড়ালো কংগ্রেস শাসিত রাজ্য ছত্তিশগড়ে (Chattisgarh)। জানা গিয়েছে, আজ বুধবার বিজাপুর জেলার বাসাগুড়া থানার মুরদান্দা ও তিমাপুর ক্যাম্পের মধ্যে তিন কেজি আইইডি উদ্ধার করা হয়েছে। বম্ব স্কোয়াডের আধিকারিকরা আইইডি নিষ্ক্রিয় করেছেন আজ।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ছত্তিশগড়ের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) ১০ জন কর্মী এবং তাদের গাড়িতে থাকা গাড়ির চালক নকশাল হামলায় শহীদ হন। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। দান্তেওয়াড়ার আরানপুর এলাকায় নকশালদের উপস্থিতির খবর পেয়ে জেলা রিজার্ভ গার্ডের (ডিআরজি) নিরাপত্তা কর্মীরা সেখানে গিয়েছিলেন। এরপর ওই এলাকা থেকে ফেরার সময় ডিআরজি বাহিনীর গাড়িটি নকশালদের আগে থেকে পেতে রাখা আইইডি হামলার শিকার হয়।
সেই সময়ে জানা যায় যে গাড়িটি ফিরে আসার জন্য যে রাস্তায় নিয়ে গিয়েছিল সেখানে বিস্ফোরক স্থাপন করা হয়েছিল। এলাকাটি রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে অবস্থিত।