নিজস্ব সংবাদদাতাঃ শনিবার কেরালার ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (কেআইএনএফআরএ) পার্কের ভিতরে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে ইতিমধ্যেই দমকলের ১০টি ইঞ্জিন এসেছে। জানা গেছে , এই ঘটনার জেরে এখনও পর্যন্ত ৩জন আহত হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কি করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা এখনও পর্যন্ত জানা যায়নি।