নিজস্ব সংবাদদাতা: জার্মানির ভার্ডি ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটে বৃহস্পতিবার ডুসেলডর্ফ, হামবুর্গ ও কোলন বন বিমানবন্দর কার্যত বন্ধ হয়ে যায়। বিমানবন্দর সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার তিনটি বিমানবন্দরে বিমান নিরাপত্তা কর্মীদের ধর্মঘটের কারণে প্রায় এক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধর্মঘটের জেরে বাতিল হয়েছে ৭০০ টি বিমান।