নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্র জুড়ে বৃষ্টি চলছে। আজ ফের মহারাষ্ট্রের রায়গড় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে রায়গড়ের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। যার ফলে রায়গড় জেলায় আজ সব স্কুল বন্ধ থাকবে। রায়গড়ের জেলা কালেক্টর যোগেশ মহসে স্কুল ছুটির বিষয়ে জানিয়েছেন। শিক্ষার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বর্ষার কারণে স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে কর্ণাটকের চিক্কামাগালুরু জেলার ৫ টি তালুকে (এনআর পুরা, মুদিগেরে, শ্রিংগেরি, চিকমাগালুর, কোপ্পা)। চিক্কামাগালুরুর ডিসি মীনা নাগরাজ এই বিষয়ে জানিয়েছেন।