"এটি নাটক, আমরা নাটকের দর্শক হতে চাইনা"- কড়া মন্তব্য সিপিআই সাংসদের

নতুন সংসদ ভবনের উদ্বোধনে যোগ দিচ্ছেনা সিপিআই। সংসদ ভবনের উদ্বোধনের বিষয়ে এবার কড়া মন্তব্য করলেন সিপিআই সাংসদ বিনয় বিশ্বম। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Binoy

নিজস্ব সংবাদদাতা: আগামী ২৮ মে কেন্দ্র সরকারের তরফে নয়া সংসদ ভবনের উদ্বোধনের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে দেশের সকল রাজনৈতিক দলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। তবে দেশের ১৯ টি বিরোধী রাজনৈতিক দল এই অনুষ্ঠানে যোগ না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে রয়েছে সিপিআই। এবার সংসদ ভবনের উদ্বোধনের বিষয়ে কড়া মন্তব্য করেছেন সিপিআই সাংসদ বিনয় বিশ্বম। তিনি বলেছেন, "এটি একটি নাটক, আমরা সেই নাটকের দর্শক হতে চাই না"। উল্লেখ্য, ১৯ টি বিরোধী রাজনৈতিক দলের মধ্যে রয়েছে তৃণমূল, কংগ্রেস, ডিএমকে-এর মত বড় দলগুলি। যদিও সংসদ ভবনের উদ্বোধনের অনুষ্ঠানে যোগ না দেওয়ার জন্য ইতিমধ্যেই এনডিএ-এর তরফে ১৯ টি দলের বিরুদ্ধে বিবৃতি জারি করে নিন্দা প্রকাশ করা হয়েছে। এই সিদ্ধান্তকে সাংবিধানিক মূল্যবোধের অবমাননা বলে জানানো হয়েছে এনডিএর তরফে।