গোলাগুলি চলছে

ইউক্রেনের একাধিক শহরে গোলাগুলি চলছে। ছড়িয়েছে আতঙ্ক। 

author-image
Aniket
New Update
d

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেন জুড়ে আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। বর্তমানে জানা যাচ্ছে, ইউক্রেনের মেরিঙ্কা, মাকসিমিলিয়ানিভকা এবং হিওরহিভকায় গোলাগুলি চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। চলমান আক্রমণের ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় মানুষদের মধ্যে। স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এছাড়াও কুরাখিভ সম্প্রদায়ের ওপর গোলাবর্ষণ করেছে রাশিয়ান বাহিনী। ডনেটস্ক আরএমএ-এর প্রধান পাভলো কিরিলেঙ্কো এই হামলার বিষয়ে জানিয়েছেন। উল্লেখ্য, ইউক্রেনের বাখমুত রাশিয়ার নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যাচ্ছে। ফলে ইউক্রেন জুড়ে আরও চিন্তা বৃদ্ধি পাচ্ছে। ইউক্রেন জুড়ে বিমান সতর্কতা জারি রয়েছে। যেকোনো মুহূর্তে হামলা হতে পারে বলে আশংকা করা হচ্ছে। হামলা আটকাতে প্রস্তুত রয়েছে ইউক্রেনীয় বাহিনী।