নিজস্ব সংবাদদাতা: সরগরম মেদিনীপুর মেডিক্যাল। নিষিদ্ধ স্যালাইন প্রয়োগে প্রসূতির মৃত্যু হল এক প্রসূতির (Medinipur Saline Inciden)। দীর্ঘদিন বাক্সবন্দী হওয়ার দরুন স্যালাইন দূষিত ছিল বলে জানিয়েছে স্বাস্থ্যশিক্ষা দফতরের বিশেষ সচিব।
উল্লেখ্য, শেষ পাওয়া খবর অনুযায়ী আরও চার প্রসূতি অসুস্থ হয়ে পড়েছেন। আজ এসএসকএম-এ বৈঠক স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের প্রতিনিধি দলের। স্বাস্থ্যভবন সূত্রে খবর, রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহারের ফলে প্রসূতিদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমেছে। ভেঙে যাচ্ছে রক্ত কণিকা, শরীরে কমছে অক্সিজেনের পরিমাণ। অনেকের আবার কিডনিতেও সমস্যা দেখা দিয়েছে।
প্রসঙ্গত, কিডনিতে সংক্রমণ দেখা দেওয়ার ফলে ৩ প্রসূতির ডায়ালিসিস চলছে। ইতিমধ্যেই স্যালাইন রহস্য ভেদে প্রসূতিদের থেকে নমুনা নিয়ে বায়োপসি করানোর জন্য পাঠানো হয়েছে। প্রসবের পরে দেওয়া অক্সিটোসিন ইঞ্জেকশন ও রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের মধ্যে যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা চলছে।