পকেটে টান! মার্চের শুরুতেই বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম

প্রতি মাসেই রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলি তাদের বাণিজ্যিক বা ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে। এবার কত খরচ হবে? পকেটে টান কতটা?

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
x

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: মার্চের শুরুতেই দুঃসংবাদ। হোলি, দোলযাত্রা, রমজান উৎসবের মাসে বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। সরকারি তেল বিপণনকারী সংস্থা বাড়াল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। ১ মার্চ থেকেই (LPG Price Hike) এই বর্ধিত দাম কার্যকর হবে বলে জানা গিয়েছে। বেড়ে গেল ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের (Commercial LPG Price) বাজার মূল্য। ইন্ডিয়ান অয়েল সংস্থা তাদের এলপিজি সিলিন্ডারের দাম ৬ টাকা হারে বাড়িয়েছে। এখন সেই সিলিন্ডার কিনতে খরচ হবে ১৭৯৭ টাকা। 

gas