নিজস্ব সংবাদদাতা : ১৬ এপ্রিল একটি বাসের ছবি ট্যুইট করে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম জড়িয়ে পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দুর বিরুদ্ধে নগর দায়রা আদালতের দ্বারস্থ হলেন পুলিশ কমিশনার। তার হয়ে প্রধান বিচারকের বেঞ্চে আবেদন দাখিল করল রাজ্য। পুলিশ কমিশনার ও পুলিশের ভাবমূর্তি নষ্ট করতেই এ ধরণের ট্যুইট বলে অভিযোগ। দায়ের হয়েছে মানহানির মমলা। প্রসঙ্গত, বাসের ছবি পোস্ট করে ওই দিন শুভেন্দু ট্যুইট বার্তায় লিখেছিলেন,'বিনীত গোয়েলের পুলিশ পাহারা দিয়ে এই বাসটি পটুয়াপাড়া থেকে বার করেছে। মনে হয় এই বাসটিতে টাকা রয়েছে। আমি সিবিআই-ইডি-কে অনুরোধ করব এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে।' পুলিশের দাবি, অভিযোগটি সত্য নয়। গোটা বিষয় খতিয়ে দেখা হয়েছে।