বনধের ভোগান্তি! ট্রেনের চাকা গড়াবে তো?

কালিয়াগঞ্জের ঘটনায় ১২ঘন্টা বনধের ডাক দিয়েছে বিজেপি। এই অবস্থায় বেশ দূর্ভোগে পড়তে হবে সাধারণ মানুষদের।

author-image
New Update
train (1)


নিজস্ব সংবাদদাতা: একদিকে নাবালিকাকে ধর্ষণ করে খুন এবং অন্যদিকে বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তপ্ত কালিয়াগঞ্জ। এই পরিস্থিতির মাঝেই আগামী ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। এই বন্ধের জেরে ব্যাহত হতে চলেছে জনজীবন। ট্রেন পরিষেবা আংশিক বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। তবে আচমকাই এই বনধের জেরে যারা ট্রেনে যাতায়াত করছে তাদের বেশ অসুবিধার সম্মুখীন হতে হবে। ট্রেন যাত্রীদের মনে এখন একটাই প্রশ্ন ,'আদৌ ট্রেনের চাকা গড়াবে তো?' দূরপাল্লার যাত্রীদের ক্ষেত্রে বিশেষ করে উত্তরবঙ্গের অভিমুখে যাত্রা করা সাধারণ মানুষের ক্ষেত্রে সমস্যা হবে সবথেকে বেশি কারণ মাঝপথে হুটহাট থমকে যেতে পারে ট্রেন পরিষেবা। ট্রেন দেরিতে চালু হওয়া বা দেরিতে গন্তব্যে পৌঁছানোর সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একথায় বলা যায়, আচমকাই এই বনধের জেরে বেশ অসুবিধার সম্মুখীন হতে হবে  ট্রেন যাত্রীদের। তবে এই বনধ নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি।