SSC মামলার পরবর্তী শুনানি ২৭ জানুয়ারি

বুধবার চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে। অ্যাডভোকেট দুষ্মন্ত দাভে দাবি করেছিলেন, যথাযথ তদন্ত হয়নি। তদন্ত এগিয়েছে পঙ্কজ বনশনের তথ্যের বিবৃতির ভিত্তিতে।

author-image
Jaita Chowdhury
New Update
Ssc

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: বুধবার চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে। অ্যাডভোকেট দুষ্মন্ত দাভে দাবি করেছিলেন, যথাযথ তদন্ত হয়নি। তদন্ত এগিয়েছে পঙ্কজ বনশনের তথ্যের বিবৃতির ভিত্তিতে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও  বিচারপতি সঞ্জয় কুমারের এজলাসে শেষ হয়েছে শুনানি। এ বিষয়ে পরবর্তী শুনানি ২৭ জানুয়ারি। 

ভারতের সর্বোচ্চ আদালত মনে করছে, এবার এই মামলায় বিস্তারিত তদন্ত দরকার। দুর্নীতি করে কাদের চাকরি? কারা চাকরি পায়নি? এই বিষয়টি গুরুত্বপূর্ণ, জানায় সুপ্রিম কোর্ট। ২৬ হাজার চাকরির ভবিষ্যৎ কী? দুর্নীতি করে কাদের চাকরি? কারা বঞ্চিত? আলাদা করে তদন্ত চায় গ্রুপ সি চাকরিপ্রার্থীরা। এ বিষয়ে পরবর্তী শুনানি ২৭ জানুয়ারি। 

প্রসঙ্গত, ২০১৬ সালের পুরো প্যানেল বাতিলা করা হবে? নাকি শুধু অবৈধ চাকরিপ্রাপকদের চাকরি বাতিল হবে? সেই প্রশ্নে উত্তাল কলকাতা হাইকোর্টেও। সুপ্রিম কোর্টেও সেই প্রশ্ন উঠেছিল অতীতে।