নিজস্ব সংবাদদাতা: কুম্ভমেলা (Mahakumbh 2025) থেকে বাড়ি ফেরত নিখোঁজ পুণ্যার্থীরা। ২৫ জানুয়ারি, ৫৮ জনের একটি দল প্রয়াগরাজে গিয়েছিল। পূর্ব পুটিয়ারির চাকদা বন্দিপুর রোডের বাসিন্দা সুবীর নস্কর (৫২) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়ে যান। শনিবার বাড়ি ফিরেছেন কুম্ভ ফেরত ওই পুণ্যার্থী।