কুম্ভমেলায় নিখোঁজ পুণ্যার্থীরা ফিরছেন একে একে

পদপিষ্টকাণ্ডের জেরে হুড়োহুড়িতে সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান। রিজেন্ট পার্ক থানায় নিখোঁজ ডায়েরি করে তাঁর পরিবার। শনিবার বাড়ি ফিরেছেন কুম্ভ ফেরত ওই পুণ্যার্থী। 

author-image
Jaita Chowdhury
New Update
Mahakumbh Mala

ফাইল চিত্র

 নিজস্ব সংবাদদাতা: কুম্ভমেলা (Mahakumbh 2025) থেকে বাড়ি ফেরত নিখোঁজ পুণ্যার্থীরা। ২৫ জানুয়ারি, ৫৮ জনের একটি দল প্রয়াগরাজে গিয়েছিল। পূর্ব পুটিয়ারির চাকদা বন্দিপুর রোডের বাসিন্দা সুবীর নস্কর (৫২) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়ে যান। শনিবার বাড়ি ফিরেছেন কুম্ভ ফেরত ওই পুণ্যার্থী।