নিজস্ব সংবাদদাতাঃ প্রাক্তন কেভিআইসি চেয়ারম্যান ভি কে সাক্সেনার দায়ের করা মানহানির মামলায় দিল্লির সাকেত আদালত ' নর্মদা বাঁচাও আন্দোলনের পুরোধা মেধা পাটকরকে ৫ মাসের সাধারণ কারাদণ্ডের সাজা দিয়েছে।
/anm-bengali/media/post_attachments/52826c9799cb629dbe2b29e4dcfc8c79a6411f60670db876b0968ea32d657481.jpg?VersionId=lllLrZGKC9Eha3LpC_PjE5F5jJQjl0gJ)
সূত্র মারফত জানা গিয়েছে যে, আদালত মেধা পাটকরকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে। এছাড়াও ,মানহানির কারণে ভি কে সাক্সেনাকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।
/anm-bengali/media/post_attachments/fe679e22242a43295581085b4a6f774c72d35b5ec05009540c3a8a0cbadbcd72.jpg?w=1200&ar=40%3A21&auto=format%2Ccompress&ogImage=true&mode=crop&enlarge=true&overlay=false&overlay_position=bottom&overlay_width=100)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)