আটকে পড়া ভারতীয়দের পাশে আছে দেশ: বিদেশ মন্ত্রক

সুদানে চলছে লাগাতার সংঘর্ষ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বৈঠকে বসলো বিদেশ মন্ত্রক। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন,'সুদানের পরিস্থিতি খুবই বিপদজনক। খার্তুমে ভারতীয় দূতাবাস খোলা রয়েছে। আটকে পড়া ভারতীয়দের সঙ্গে আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের লক্ষ্য ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা।'

author-image
New Update
sudan 10

নিজস্ব সংবাদদাতা: সুদানে চলছে লাগাতার সংঘর্ষ।  এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বৈঠকে বসলো  বিদেশ মন্ত্রক।  বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন,'সুদানের পরিস্থিতি খুবই বিপদজনক।  খার্তুমে ভারতীয় দূতাবাস খোলা রয়েছে। আটকে পড়া ভারতীয়দের সঙ্গে  আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ রাখছি।  আমাদের লক্ষ্য ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা।' তিনি জানান,বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর নিউইয়র্কে রয়েছেন এবং সুদান সংকট নিয়ে জাতিসংঘের সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করবেন।