নিজস্ব সংবাদদাতাঃ ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ! সূত্র মারফত জানা গিয়েছে যে, জয়পুরের ভাঙ্করোটা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি কন্টেনার পুড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। ভিতরে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বলেও সূত্রের খবর।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, একটি কন্টেইনার থেকে মৃতদেহ উদ্ধারের জন্য উদ্ধারকারী দলের প্রচেষ্টা চলছে। উদ্ধারকাজ এখনও জারি আছে। ভিতরে আরও কারুর উপস্থিত থাকার সম্ভাবনা থাকতে পারে মনে করা হচ্ছে।