৫-স্টারের সুবিধায় এবার 'তাঁবুর শহর' : কুম্ভ মেলায় নতুন উদ্যোগ

কুম্ভ মেলার পর এবার আরাইলে ৫-স্টারের মতো সব সুবিধা নিয়ে ২০০০টি তাঁবু তৈরি হচ্ছে। আগাম বুকিংয়ের মাধ্যমে দর্শনার্থীরা পাবেন একটি প্রিমিয়াম অভিজ্ঞতা।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : এডিএম মেলা বিবেক চতুর্বেদী জানিয়েছেন, কুম্ভ মেলায় শুরু হওয়া "তাঁবুর শহর" ধারণাটি এবার আরাইলে বাস্তবায়িত হবে। এখানে ২০০০টি তাঁবু থাকবে, যেগুলোর জন্য দর্শনার্থীরা আগাম বুকিং করতে পারবেন। এই তাঁবু শহরের ভেতরে আধুনিক ৫-স্টারের সব সুবিধা থাকবে, যাতে অতিথিরা একটি সুসজ্জিত ও আরামদায়ক পরিবেশে থাকার সুযোগ পাবেন।

publive-image

এছাড়া, আরও ৪০০টি তাঁবু নিয়ে অন্য একটি তাঁবুর শহর তৈরি করা হবে, যেখানে বিদ্যুৎ, পানীয় জল, শৌচাগারসহ সকল প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হবে। এই উদ্যোগটি দর্শনার্থীদের জন্য একটি স্মরণীয় এবং প্রিমিয়াম অভিজ্ঞতা উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে পরিকল্পনা করা হয়েছে।