সেতু ভেঙে পড়েছে, দুর্নীতির গুল ফুলে ফেঁপে উঠেছে! বিস্ফোরক টুইট তেজস্বীর

বিহারে সেতু ভেঙে পড়া নিয়ে মোদী সরকারকে নিশানা করে বিস্ফোরক টুইট করলেন আরজেডি দল নেতা তেজস্বী যাদব।

author-image
Probha Rani Das
New Update
tejashwwio1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বিহারে সেতু ভেঙে পড়া নিয়ে টুইট করেছেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি টুইট করে বলেছেন, “সেতু ভেঙে পড়েছে, দুর্নীতির গুল ফুলে ফেঁপে উঠেছে। ১৮ বছরের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং দুই উপমুখ্যমন্ত্রী এই সব কিছুই জানেন না। এটা জানার পরেও আপনি কি করবেন?” 

tejashwiyadavq1.jpg

তিনি আরও বলেছেন, “সর্বোচ্চ কি? ডাবল ইঞ্জিনের লোকেরা বলবে যে সেতুটি আত্মহত্যা করছে বা ইঁদুরগুলি সেতুটি চিবিয়ে খাচ্ছে। প্রধানমন্ত্রী বলবেন, 'ভাই ও বোনেরা, চুপচাপ সেতু ভেঙে পড়া দেখুন, না হলে তথাকথিত জঙ্গলরাজ আসবে। সেতু ধসে পড়া ঈশ্বরের কাজ। মোদির গ্যারান্টির চেয়ে বড় গ্যারান্টিযুক্ত সেতু ছিল, কিন্তু ঈশ্বরের ইচ্ছার কাছে কংক্রিটের সেতু দিয়ে কী লাভ? বন্ধুরা, বলুন – জয় শ্রীরাম।”

তেজস্বী যাদব বলেন, “মুখ্যমন্ত্রী বলবেন, "আগে ব্রিজ ভেঙে পড়ত? এখন আমরা একত্রিত হয়েছি, সেতুটি ভেঙে পড়ছে। জেনে রাখুন, প্রতিটি সেতু ভেঙে পড়ছে। পড়ে গেলে পড়ছে। ওই লোকগুলো কী করছে? তারা নদী ও জলের সাথে যা কিছু পায় তা এলোমেলো করে রাখে। আমরা সবাই তদন্ত করব।” 

Adddd