মত্ত চালকের গাড়ির ধাওয়ায় মর্মান্তিক মৃত্যু তরুণীর

চন্দননগর থেকে গয়া যাওয়ার পথে মৃত্যু তরুণীর! মদ্যপ যুবকদের হাতে খুন তরুণী! চন্দননগরের বাসিন্দা সুতন্দ্রা চট্টোপাধ্যায় তাঁর ৩ সহকর্মীকে নিয়ে গয়ায় যাচ্ছিলেন।

author-image
Jaita Chowdhury
New Update
Accident

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: চন্দননগর থেকে গয়াগামী রোডে, পানাগড় ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়ি নিয়ে গাড়িকে ধাওয়া। মহিলা চালিকাকে কটুক্তি। অভিযুক্তদের গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মহিলার মৃত্যুর অভিযোগ (Panagarh Accident)।

রবিবার চন্দননগরের বাসিন্দা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায়, তাঁর তিন সহকর্মীকে নিয়ে গয়ায় যাচ্ছিলেন। গাড়ি চালকের অভিযোগ, বুদবুদে পেট্রোল পাম্পে জ্বালানি ভরার পর, তাঁদের পিছু নেয় একটি গাড়ি। ওই গাড়িতেও ছিল পাঁচজন। 

মহিলা চালিকাকে কটুক্তি করার পাশাপাশি, দুবার তাঁদের গাড়িতে ধাক্কা মারে অভিযুক্তরা। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি, দাবি চালকের। হাসপাতালে ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করা হয়। দুই গাড়ি বাজেয়াপ্ত করেছে কাঁকসা থানার পুলিশ। এখনও অধরা অভিযুক্তরা।