ট্যাংরাকাণ্ডে নয়া মোড়! আরও জটিল হল রহস্য

প্রণয় রায়ের হাসপাতালের বিল এই মুহূর্তে প্রায় ১ লক্ষ ৮১ হাজার টাকা। তাঁর ছেলের বিল হয়েছে ৩ লক্ষ ৩২ হাজার টাকা। সম্পূর্ণ সুস্থ নন তিনি। তাঁকে শীঘ্রই এনআরএস হাসপাতালে স্থানান্তর করা হবে।  

author-image
Jaita Chowdhury
New Update
Hooghly Murder

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ট্যাংরাকাণ্ডে নয়া মোড় (Tangra Incident)। এখনও পরতে পরতে রহস্য। বাড়ির ভিতরে সিসি ক্যামেরার প্লাগ কে খুলেছিলেন? হঠাৎ কেনই খোলা হয়েছিল? নজরে একাধিক মিসিং লিঙ্ক। ময়নাতদন্তে পাওয়া তথ্য ও ২ আহতের বয়ানে একাধিক অসঙ্গতি, b খবর পুলিশ সূত্রে।

ডিসচার্জ সার্টিফিকেট পেলেও এখনও হাসপাতালে চিকিৎসাধীন প্রণয় দে ও তাঁর নাবালক ছেলে। হাসপাতাল জানিয়েছে,'এখনও ডিসচার্জের জন্য পরিবারের কেউ যোগাযোগ করেনি। পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও এখনও কেউ তাঁদের নিতে আসেননি'।  

উল্লেখ্য, প্রণয় রায়ের হাসপাতালের বিল এই মুহূর্তে প্রায় ১ লক্ষ ৮১ হাজার টাকা। তাঁর ছেলের বিল হয়েছে ৩ লক্ষ ৩২ হাজার টাকা। সম্পূর্ণ সুস্থ নন তিনি। তাঁকে শীঘ্রই এনআরএস হাসপাতালে স্থানান্তর করা হবে।