আর কিছুক্ষণ, ফের গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনতে চলেছে ভারতীয় সেনাবাহিনী
এবার জলেই জবাব! পাকিস্তানকে জবাব দিতে বাগলিহার ড্যামের একাধিক গেট খুলে দিল ভারত
আপাতত প্রচণ্ড গরম থেকে মুক্তি, কিন্তু আগামী সপ্তাহ থেকে গরম বাড়বে!
এ কোন সকাল? প্রাণের ঝুঁকিতে আমাদের প্রতিনিধি, শোনা যাচ্ছে পাক-গুলির আওয়াজ
"যখন উপযুক্ত হবে", তখন ক্ষতির পরিমাণ প্রকাশিত হবে! জানাল ভারত
দেশের ৩২টি বিমানবন্দর আপাতত বন্ধ! জানিয়ে দেওয়া হল তারিখ
সূর্য ও শনি একসাথে এই ২টি রাশিকে 'আক্রমণ' করবে, এই ভুল করলে জীবন নরকে পরিণত হবে!
রাজ্য জরুরি অপারেশন সেন্টার ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী! করলেন পোস্ট
মীন রাশির জাতকরা লোভ এবং প্রলোভন থেকে দূরে থাকুন

ট্যাংরাকাণ্ডে নয়া মোড়! আরও জটিল হল রহস্য

প্রণয় রায়ের হাসপাতালের বিল এই মুহূর্তে প্রায় ১ লক্ষ ৮১ হাজার টাকা। তাঁর ছেলের বিল হয়েছে ৩ লক্ষ ৩২ হাজার টাকা। সম্পূর্ণ সুস্থ নন তিনি। তাঁকে শীঘ্রই এনআরএস হাসপাতালে স্থানান্তর করা হবে।  

author-image
Jaita Chowdhury
New Update
Hooghly Murder

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ট্যাংরাকাণ্ডে নয়া মোড় (Tangra Incident)। এখনও পরতে পরতে রহস্য। বাড়ির ভিতরে সিসি ক্যামেরার প্লাগ কে খুলেছিলেন? হঠাৎ কেনই খোলা হয়েছিল? নজরে একাধিক মিসিং লিঙ্ক। ময়নাতদন্তে পাওয়া তথ্য ও ২ আহতের বয়ানে একাধিক অসঙ্গতি, b খবর পুলিশ সূত্রে।

ডিসচার্জ সার্টিফিকেট পেলেও এখনও হাসপাতালে চিকিৎসাধীন প্রণয় দে ও তাঁর নাবালক ছেলে। হাসপাতাল জানিয়েছে,'এখনও ডিসচার্জের জন্য পরিবারের কেউ যোগাযোগ করেনি। পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও এখনও কেউ তাঁদের নিতে আসেননি'।  

উল্লেখ্য, প্রণয় রায়ের হাসপাতালের বিল এই মুহূর্তে প্রায় ১ লক্ষ ৮১ হাজার টাকা। তাঁর ছেলের বিল হয়েছে ৩ লক্ষ ৩২ হাজার টাকা। সম্পূর্ণ সুস্থ নন তিনি। তাঁকে শীঘ্রই এনআরএস হাসপাতালে স্থানান্তর করা হবে।