নিজস্ব সংবাদদাতা : তপনে (Tapan) দণ্ডি বিতর্কে ট্যুইট করে জাতীয় তফশিলি কমিশনের (National Schedule Commission) কাছে ব্যবস্থা গ্রহণের আর্জি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। একদিকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সুখোই ফাইটার জেটে চড়ার কথা উল্লেখ করেছেন, অন্যদিকে, তপনে বিজেপিতে যোগ দিয়ে, তারপর দণ্ডিকেটে তৃণমূলে ফেরার ঘটনার উল্লেখ করেছেন শুভেন্দু। জাতীয় তফশিলি কমিশনকে ট্যাগ করে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন, ১৯৮৯ - এর অধীনে কঠোর ব্যবস্থা গ্রহণের আর্জি জানান বিজেপি নেতা।
President Droupadi Murmu took a sortie in Sukhoi 30 MKI Fighter Jet at the Tezpur Air Force Station in Assam.
Martina Kisku, Shiuli Mardi, Thakran Soren & Malati Murmu performed "Atonement Ritual of Dandavat" for 1 km at Balurghat; WB as punishment by TMC goons for joining BJP. pic.twitter.com/d9bgKjVri5
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 9, 2023