সরকারি টেন্ডার প্রকাশ করে ঈদের আগে দৃষ্টি আকর্ষণ শুভেন্দুর

তৃতীয় ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে শুভেন্দু অধিকারী প্রশ্ন করেছেন, 'এই তাপপ্রবাহের পরিস্থিতিতে, যারা নামাজ পড়বেন তাদের জন্য রেড রোডে প্যান্ডেল তৈরি করা হচ্ছে নাকি তার জন্য? কারা পরিদর্শন করবেন?

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
suvendu eid

শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতা : ঈদের আগে রেড রোডে নামাজের জন্য প্যান্ডেল নির্মাণের দায়িত্বে PWD। কাজের বরাত সংক্রান্ত  টেন্ডারের একটি ছবি ট্যুইট করে রাজ্য ও মুখ্যমন্ত্রীকে নিশানা করে বেশ কিছু প্রশ্ন খাঁড়া করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার প্রশ্ন, শুধু রেড রোডেই কেন প্যান্ডেল নির্মাণ করছে PWD?  কেন রাজ্যের বাকি ঈদগাহের জন্য জন্য নয়? রেড রোডে যারা নামাজ পড়তে আসেন তারা কি বাকি ঈদগাহের নামাজিদের থেকে বেশি গুরুত্বপূর্ণ?  আরেকটি ট্যুইট বার্তায় তিনি রাজ্যের দুর্গাপুজো ও কালীপুজোর উদ্যোক্তাদের নিকটবর্তী PWD-র অফিসে আবেদন জানানোর প্রক্রিয়া শুরু করতে বলেছেন। সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে নিজের নিজের এলাকার পুজোর জন্য সরকারি খরচে প্যান্ডেল, স্টেজ এবং সংশ্লিষ্ট পরিকাঠামো নির্মাণের ব্যবস্থা করতে বলুন বলেও বার্তা রেখেছেন শুভেন্দু। এরপর তৃতীয় ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে প্রশ্ন করেছেন, 'এই তাপপ্রবাহের পরিস্থিতিতে, যারা নামাজ পড়বেন তাদের জন্য রেড রোডে প্যান্ডেল তৈরি করা হচ্ছে নাকি তার জন্য? কারা পরিদর্শন করবেন? রাজ্য জুড়ে যারা ঈদগাহে নামাজ পড়বেন তাদের কী হবে? মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন না বলে তাদের ভক্তির মান কি নিম্ন?'