এনআরসি নিয়ে সুর চড়ালেন শুভেন্দু

''২০২১ সালেই রাজ্যে ক্ষমতা আসত বিজেপি। এনআরসির জুজু দেখিয়ে সংখ্যালঘু ভোট পেয়েছে তৃণমূল। এনআরসি নিয়ে ভয় দেখিয়েছে তৃণমূল। যোগী আদিত্যনাথ কতজন সংখ্যালঘুকে তাড়িয়েছেন? নরেন্দ্র মোদি জাতি-ধর্ম সম্প্রদায় নির্বিশেষে কাজ করেন।শৌচালয়ের টাকাও চুরি করেছে তৃণমূল।''

author-image
Pallabi Sanyal
New Update
suvendu in murari

বীরভূমের জনসভায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতা : ২০২১ সালেই রাজ্যে ক্ষমতায় আসতো বিজেপি (BJP)। বীরভূমের জনসভা থেকে এই কথা বলে রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তোলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বলেন, ''২০২১ সালেই রাজ্যে ক্ষমতায় আসত বিজেপি। এনআরসির (NRC) জুজু দেখিয়ে সংখ্যালঘু ভোট পেয়েছে তৃণমূল (TMC)। এনআরসি নিয়ে ভয় দেখিয়েছে তৃণমূল। যোগী আদিত্যনাথ কতজন সংখ্যালঘুকে তাড়িয়েছেন?নরেন্দ্র মোদি জাতি-ধর্ম সম্প্রদায় নির্বিশেষে কাজ করেন।শৌচালয়ের টাকাও চুরি করেছে তৃণমূল।''