BREAKING: মমতার সরকারের আরো এক দুর্নীতি! ফাঁস করলেন শুভেন্দু অধিকারী

এবার আবার তৃণমূল সরকারকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টেন্ডার দুর্নীতি নিয়ে তথ্য আনলেন প্রকাশ্যে। জড়ালেন আইপ্যাকের নাম।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata suvendu.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দুর্নীতি ইস্যুতে আবার রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেল। তথ্য-প্রযুক্তি দফতরের টেন্ডারে কারচুপির অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। বলেন, 'কড়া ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যপালকে জানিয়েছি'। নিয়োগে আইপ্যাকের প্রতি পক্ষপাতের অভিযোগ তুললেন তিনি। দাবি করেন যে সমান্তরালভাবে প্রশাসন চালাচ্ছে আইপ্যাক। বলেন যে আইপ্যাক দ্বারা পরিচালিত হচ্ছে রাজ্য সরকার। 

শুভেন্দু অধিকারী বলেন, 'পরিকাঠামো তৈরির জন্য তথ্য-প্রযুক্তি দফতরকে টেন্ডার দেওয়া হয়। কয়েকটি সংস্থা টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেয়। দিল্লির একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়। ওই সংস্থার সঙ্গে ভিডিও কনফারেন্স করে ফেলেন তথ্য-প্রযুক্তি আধিকারিকরা'। ওয়েবেলের থেকে টেন্ডার কেড়ে WBTL-কে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।