'মমতা ব্যানার্জীর বড় সম্পদ চলে গেল,' ভানু বাগের মৃত্যু নিয়ে কটাক্ষ শুভেন্দুর

এগরার খাদিকুল গ্রামে আতশবাজি তৈরির কারখানায় (Egra Blast) ভয়ানক বিস্ফোরণ ঘটে মঙ্গলবার । এই ভয়ানক বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে ৯ জনের। এদিকে এই ঘটনার জেরে অভিযোগের আঙুল ওঠে শাসক দল তৃণমূলের দিকে।

author-image
SWETA MITRA
New Update
mamata su.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এগরার খাদিকুল গ্রামে আতশবাজি তৈরির কারখানায় (Egra Blast) ভয়ানক বিস্ফোরণ ঘটে মঙ্গলবার। এই ঘটনার জেরে অভিযোগের আঙুল ওঠে শাসক দল তৃণমূলের দিকে। দোষীর কাঠগড়ায় তোলা হয় তৃণমূল নেতা ভানু বাগের বিরুদ্ধে। এবার এই বিস্ফোরণকাণ্ডের মাথা ভানু বাগেরই মৃত্যু হল। এদিকে ভানু বাগের মৃত্যু প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি আজ শুক্রবার বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘যে কোনও মৃত্যু দুঃখজনক। কারোর মৃত্যুই কাঙ্খিত নয়। এটা ভেবে কষ্ট হচ্ছে যে ভানু বাগের মৃত্যুর কারণে আঞ্চলিক দল তৃণমূলের অনেক বড় ক্ষতি হল। এখন আমরা দেখার অপেক্ষায় আছি যে এই ক্ষতি মমতা ব্যানার্জী কী করে পূরণ করেন। মমতা ব্যানার্জীর একজন বড় সম্পদ চলে গেলেন।‘