নিজস্ব সংবাদদাতা: এবার পঞ্চায়েত ভোট নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ তুললেন। পঞ্চায়েতে তপশিলি শংসাপত্র নিয়ে হুঁশিয়ারি দিলেন তিনি। দাবি করলেন ভোটের সময়ে যত সার্টিফিকেট দেওয়া হয়েছে তার অধিকাংশই নাকি ভুয়ো। অভিযোগ তুললেন, তৃণমূলের ১০০-র বেশি লোক ভুয়ো সার্টিফিকেট দিয়ে প্রার্থী হয়েছেন। বললেন, 'পঞ্চায়েতে সংরক্ষিত আসনে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে প্রার্থী হয়েছে'। প্রকৃত তপশিলি জাতি ও উপজাতিভুক্তরা বঞ্চিত হয়েছে বলে দাবি করলেন। ১৫ আগস্টের পর তথ্য ফাঁসের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু।