নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের মুখে 'পশ্চিমবঙ্গ দিবস' পালন। '২০ জুন বাংলার ভারতভুক্তি নিশ্চিত হয়েছিল। ইতিহাস বিকৃত করা যায় না। বাংলার সৃষ্টিকেই অস্বীকার করছেন মুখ্যমন্ত্রী মমতা', দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবিষ্যৎ প্রজন্মকে শিখিয়ে যাওয়া তাঁদের দায়িত্ব, বললেন শুভেন্দু। এদিকে গতকালই 'পশ্চিমবঙ্গ দিবস' পালন নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে একটি চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা। এই ধরনের অনুষ্ঠান না করার জন্য রাজ্যপালকে অনুরোধ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একক সিদ্ধান্তের ভিত্তিতে এবং কোনও আলোচনা ছাড়া পালন হবে না বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ দিবসের সূচনা হয়েছিল রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের হাত ধরে। সেই রীতিই বয়ে নিয়ে যেতে চাইছেন বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই উপলক্ষে আজ অনুষ্ঠান রাজভবনে। ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। সংবিধান না মেনে রাজ্যপাল 'পশ্চিমবঙ্গ দিবস' পালন করছেন বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।