তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলিকাণ্ডে গ্রেফতার আরও ১

তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলিকাণ্ডে পুলিশের জালে আরও ১। কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলিকাণ্ডে গ্রেফতার হল আরও এক আততায়ী। ধৃতের নাম আদিল।

author-image
Jaita Chowdhury
New Update
gunfire

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলিকাণ্ডে পুলিশের জালে আরও ১। কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলিকাণ্ডে গ্রেফতার হল আরও এক আততায়ী। ধৃতের নাম আদিল। উৎসবের মেজাজে থাকা কলকাতায় ভর সন্ধ্যায় শুটআউটের ঘটনা ঘিরে তোলপাড় হয় রাজ্য। সেই ঘটনায় এবার পুলিশের জালে আরও এক। 

কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে টার্গেট করে চালানো হয়েছিল গুলি। যদিও সে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তা গিয়ে লাগে সজোরে দরজায়। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন কাউন্সিলর। জানা গিয়েছে, সুশান্ত ঘোষ সেদিন বসেছিলেন বাড়ির সামনে। তখনই এমন ঘটনা আচমকা ঘটে যায়। 

বাড়ির সামনে বসে থাকা সুকান্ত ঘোষের সামনে সেদিন দুষ্কৃতীরা আসেন। আর তাঁর বুকে বন্দুক ঠেকান বলেও অভিযোগ ওঠে। এদের মধ্যে একজন বন্দুকের ট্রিগার চাপে, কিন্তু সেই ট্রিগার লক হয়ে যায়। আরও একবার ট্রিগার চাপতে যায় ওই দুষ্কৃতী, কিন্তু তখনও ট্রিগার লক হয়ে যেতেই সুশান্ত ঘোষ ঘুরিয়ে দুষ্কৃতীদের গালে মারেন এক থাপ্পড়। আর তখনই হাত থেকে বন্দুক পড়ে যায় দুষ্কৃতীদের। গুলি ছিটকে লাগে বাড়ির দরজায়। চিৎকার চেঁচামিচিতে আশপাশের এলাকার লোক জন ছুঁটে আসেন, তাঁরা ধরে ফেলেন দুষ্কৃতীদের।